Home » ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালন

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালন

by নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ে উদযাপিত হলো বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস- ২০২৫। দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ঠাকুরগাঁও জেলার লিড অর্গানাইজেশন ইএসডিও এবং ঠাকুরগাঁও জেলার সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ নাজমুল হক সুমনের নেতৃত্বে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হক সুমন।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ঠাকুরগাঁও জেলার লিড অর্গানাইজেশন ইএসডিও’র হেড অব প্রোগ্রাম মোঃ শামীম হোসেন। তিনি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবসে, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ঠাকুরগাঁও জেলার প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নের বিষয়টি শ্রদ্ধার সাথে উল্লেখ করেন। পরবর্তীতে আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সকল সংগঠনের প্রধানগণ বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হক সুমন, ঠাকুরগাঁও জেলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় যে সকল কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে তার জন্য লিড অর্গানাইজেশন ইএসডিও ও অন্যান্য সহযোগী সংগঠনের সকলকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ঠাকুরগাঁও জেলার উন্নয়নের গতিকে বেগবান করার আহ্বান জানান।

You may also like