আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ৬০ বোতল কোডিন যুক্ত নেশা জাতীয় মাদক ফেনসিডিল সহ একাধিক মাদক মামলার আসামী মাদক সম্রাট নামে খ্যাত জাহিদ হাসান(৩৮) কে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা’র নির্দেশক্রমে এবং অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল্লাহ(সদর সার্কেল)এর দিক নির্দেশনায় ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া’র পরামর্শ নিয়ে শুক্রবার ( ২৮ জুন) সন্ধায় পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুর ইসলাম তালুকদারের নেতৃত্বে অফিসার ও ফোর্স সহ একটি চৌকশ অভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় রাধানগর প্রধানপাড়া গ্রামের মৃত হামিদুর রহমানের পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহিদ হাসান(৩৮) এর বসত বাড়ীতে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিল সহ জাহিদকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় অভিযানকারী চৌকশ দল। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া ৬০ বোতল ফেনসিডিল সহ কুখ্যাত মাদক কারবারী জাহিদ হাসানকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহিদ হাসান একাধিক মাদক মামলা সহ আরা অন্যান্য মামলার তালিকাভুক্ত আসামী। আটকের পর তার বিরুদ্ধে ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ) মামলা রুজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন রা হয়েছে। মামলা নং-১৩, তারিখ: ২৮/০৬/২০২৪।
৪৩