Home » “আপডেট পলিসিস অফ ইএসডিও” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

“আপডেট পলিসিস অফ ইএসডিও” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

by নিউজ ডেস্ক
লোকায়ন রিপোর্ট : ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর উদ্যোগে “আপডেট পলিসিস অফ ইএসডিও” বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২৯ ও ৩০ নভেম্বর ইএসডিও’র প্রধান কার্যালয়ের মেধা অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
শুক্রবার কর্মশালার উদ্বোধন করেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। শনিবার কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।
কর্মশালায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  মো. কারদার রহমান (পরিচালক, অডিট অ্যান্ড অ্যাডমিন), জাহিদুল ইসলাম শাহ (অতিরিক্ত পরিচালক, অডিট অ্যান্ড অ্যাসিউরেন্স) এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আজিজ হালিম খায়ের চৌধুরী।
সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইএসডিও’র হেড অব কমপ্লায়েন্স অ্যান্ড ফিন্যান্স কন্ট্রোলার জিল্লুর রহমান, হেড অব ফাইন্যান্স মো. সৈয়দ আলী এবং অন্যান্য কর্মকর্তারা।
কর্মশালায় ইএসডিও’র বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এতে সংস্থার নীতিমালার হালনাগাদ বিষয়সমূহ নিয়ে আলোচনা হয় এবং অংশগ্রহণকারীরা কর্মক্ষেত্রে এই নীতিমালা বাস্তবায়নের বিষয়ে দক্ষতা অর্জন করেন।

You may also like