
লোকায়ন রিপোর্ট: শিশু ও যুব ফোরামের সদস্যদের সুরক্ষা ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজিত সেফগার্ডিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে ২০ জন সদস্য, যাদের মধ্যে ১৫ জন মেয়ে ও ৫ জন ছেলে, অংশগ্রহণ করেন।
১৬-১৮ বছর বয়সী অংশগ্রহণকারীদের জন্য এ প্রশিক্ষণ পরিচালনা করেন বকুল চন্দ্র বর্মন, টেকনিক্যাল অফিসার (টিএফডি)। প্রশিক্ষণে জেন্ডার রেসপনসিভ শিশু ও যুব সুরক্ষা, মানবাধিকার, শিশু অধিকার, সিডো নীতিমালা, এবং প্ল্যান ইন্টারন্যাশনালের শিশু ও যুব সুরক্ষা নীতিমালা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু উপস্থাপন করা হয়।
অংশগ্রহণকারীদের ৪টি দলে বিভক্ত করে নানা কার্যক্রমের মাধ্যমে তাদের অধিকার ও সুরক্ষায় করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। এ প্রশিক্ষণ শুধু আত্মউন্নয়নে সহায়তা করবে না বরং কমিউনিটিতে শিশু ও যুবদের অধিকার ও সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়ক হবে।
ইএসডিও’র এই উদ্যোগে সহযোগিতা করেছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। প্রশিক্ষণে অংশ নেওয়া যুবকরা জানান, এই প্রশিক্ষণ তাদের নিজেদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি কমিউনিটিতে জেন্ডার সমতা ও শিশু সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে প্রেরণা জুগিয়েছে।