৮৬
লোকায়ন রিপোর্ট:
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ২৮ জুন ২০২৪ শুক্রবার সংস্থার প্রধান কার্যালয় কলেজপাড়া (গোবিন্দনগর) ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে। ইএসডিও’র নির্বাহী পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে এজিএম-এ উপস্থিত ছিলেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ও পরিচালক প্রশাসন ড. সেলিমা আখতার সহ ১৬জন এবং জুম প্লাটফর্মের মাধ্যমে উপস্থিত ছিলেন ইএসডিও-র প্রতিষ্ঠালগ্নের সাধারণ পরিষদের সদস্য বাবু রমেশ চন্দ্র সেন, এমপি এবং আরও ৫ জন সহ মোট ২১ জন সদস্য উপস্থিত ছিলেন।