
লোকায়ন রিপোর্ট : পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ইকো- সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত SMART প্রকল্পের আওতায়, “Promoting Eco-friendly Construction Materials through Resource-Efficient and Cleaner Production (RECP) Practices” শীর্ষক উপ প্রকল্পের Staff Capacity Building Training & Refreshers” প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ইএসডিও’র প্রধান কার্যালয়ের মেধা অনুশীলন কেন্দ্রে আয়োজিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইএসডিও’র ফিন্যান্স কন্ট্রোলার ও হেড অফ কমপ্লায়েন্স মো. জিল্লুর রহমান, হেড অফ মাইক্রোফিন্যান্স অপারেশন মো. এনামুল হক, হেড অফ অপারেশন মো. মাজেদুল ইসলাম মামুন এবং SMART প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম।
উক্ত প্রশিক্ষণে ঠাকুরগাঁও, রানীশংকৈল ও দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার, শাখা ব্যবস্থাপক ও ফিল্ড অফিসারগণ অংশগ্রহণ করেন।
পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী প্রকল্পটি একটি যুগোপযোগী একটি প্রকল্প। RECP প্র্যাকটিস চর্চা বাস্তবায়নে উদ্যোক্তাদের উৎপাদন খরচ কমবে এবং আয় বৃদ্ধি পাবে। ফলে উদ্যোক্তাগণ পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী উৎপাদনে আগ্রহী হবে।