লোকায়ন রিপোর্ট: কমিউনিটির প্রত্যক্ষ সহযোগিতায় রাণীশংকৈল উপজেলার ৫টি গ্রামে আয়োজিত হলো উপকরণ উন্নয়ন কর্মশালা-২০২৪। আজ প্রাক শৈশব শিশু যত্ন ও শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী অভিভাবকগণ পরিবার থেকে নানান ধরণের ফেলনা জিনিসপত্র নিয়ে আসেন। কর্মশালায় সেগুলো শিশুদের জন্য আকর্ষনীয় ও ব্যবহার উপযোগী করে তোলা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীগণ ফেলনা জিনিস দিয়ে খেলনা তৈরির সহজ কৌশল জানতে পারায় আনন্দিত ও উদ্বেলিত। আয়োজিত কর্মশালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রাক-প্রাথমিক শিক্ষক, কিশোর-কিশোরী ও যুবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ ফেলনা থেকে খেলনা তৈরির এই ব্যতিক্রমী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। উক্ত কর্মশালা ইএসডিও-এডুকো শিক্ষা প্রকল্পের অধীনে সংশ্লিষ্ট কমিউনিটির সহযোগিতায় গত ২৬-২৭ জুন অনুষ্ঠিত হয়।
৫৭