৭
![](https://www.dainiklokayan.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
লোকাল রিপোর্ট : কক্সবাজারের হোটেল মিডিয়া ইন্টারন্যাশনালে শুক্রবার ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের ২০২৪ সালের ৯৪ জন শ্রেষ্ঠ উন্নয়ন কর্মীদের নিয়ে ধন্যবাদ জ্ঞাপন সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও’র পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার এবং সংস্থার আইসিটি টিম লিডার শাশ্বত জামান। এছাড়াও উপস্থিত ছিলেন ইএসডিও’র প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা শ্রেষ্ঠ কর্মীদের কৃতিত্বের স্বীকৃতি প্রদান করেন এবং তাদের কর্মদক্ষতার প্রশংসা করেন। ইএসডিও’র উন্নয়ন কার্যক্রমে তাদের অবদানকে উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দেন।
উল্লেখ্য, ইএসডিও মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।