লোকায়ন রিপোর্ট: ইএসডিও-এডুকো ইয়েস প্রকল্পের সহায়তায় রাণীশংকৈলে অদ্য ২৪ জুন অনুষ্ঠিত হল কিশোর-কিশোরী ও যুব ক্লাবের বার্ষিক পরিকল্পনা সভা-২০২৪। উপজেলার ৪০টি কমিউনিটি থেকে ৪০জন ক্লাব প্রতিনিধির অংশগ্রহণে উক্ত পরিকল্পনা সভা পরিচালিত হয়। পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আহাম্মদ হোসেন বিপ্লব, চেয়ারম্যান উপজেলা পরিষদ রাণীশংকৈল, ঠাকুরগাঁও। বিশেষ অতিথি হিসেবে উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং সহকারি প্রোগ্রামার-আইসিটি রাণীশংকৈল, ঠাকুরগাঁও। সভার শুরুতে যুব ক্লাব প্রতিনিধিগণ ক্লাব সমূহের বার্ষিক পরিকল্পনা ও অগ্রগতি উপস্থিত সভায় উপস্থাপন করেন। ক্লাব প্রতিনিধিগণ তাদের গৃহিত পরিকল্পনা বাস্তবায়নে সরকারি বিভাগ সমূহের প্রত্যক্ষ সহযোগিতা কামনা করেন। উপস্থিত অতিথিবৃন্দ এ বিষয়ে সরকারি সেবা সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রধান অতিথি মহোদয় উপজেলা পরিষদের পক্ষ থেকে সামাজিক উন্নয়নে যুবদের গৃহিত পরিকল্পনা বাস্তবায়নে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি যুবদের দক্ষ করে তুলতে এবং সুন্দর ভবিষ্যৎ গঠনে ইএসডিও-এডুকো বাস্তবায়িত ইয়েস প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। এ সময় এডুকো প্রতিনিধি জনাব মোতাহার হোসেন, ইএসডিও প্রতিনিধি জনাব আবু রায়হান এবং খায়রুল আলম প্রমূখ উপস্থিত ছিলেন। বার্ষিক পরিকল্পনা সভাটি সঞ্চালন করেন প্রকল্প সমন্বয়কারী মো: শরিফুল ইসলাম।
৬২