
লোকায়ন রিপোর্ট : পিকেএসএফ-এর অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় ইএসডিওর কৃষি ইউনিটের উদ্যোগে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ ইএসডিও প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা, রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঠাকুরগাঁও-এর উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিওর কৃষি প্রোগ্রামের প্রধান কৃষিবিদ বাবুল বণিক। বক্তারা নিরাপদ খাদ্যের গুরুত্ব ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজিত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি ইএসডিওর কৃষি ইউনিটের সার্বিক ব্যবস্থাপনায় সফলভাবে সম্পন্ন হয়।