Home » জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে ইএসডিওর কৃষি ইউনিটের উদ্যোগে আলোচনা সভা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে ইএসডিওর কৃষি ইউনিটের উদ্যোগে আলোচনা সভা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

by নিউজ ডেস্ক

লোকায়ন রিপোর্ট : পিকেএসএফ-এর অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় ইএসডিওর কৃষি ইউনিটের উদ্যোগে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ ইএসডিও প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা, রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঠাকুরগাঁও-এর উপ-পরিচালক  মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিওর কৃষি প্রোগ্রামের প্রধান  কৃষিবিদ বাবুল বণিক। বক্তারা নিরাপদ খাদ্যের গুরুত্ব ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজিত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি ইএসডিওর কৃষি ইউনিটের সার্বিক ব্যবস্থাপনায় সফলভাবে সম্পন্ন হয়।

You may also like