মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন আটোয়ারী থানার ওসি মোঃ মুসা মিয়া। গত সোমবার ( ১৫ জুলাই) বেলা ১১ টায় পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদা। কল্যাণ সভায় পঞ্চগড় জেলায় কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ও অর্থ বিতরণ করেন পুলিশ সুপার। এরই অংশ হিসেবে কৃতিত্বের অধিকারী হলেন ওসি মুসা মিয়া। তিনি আটোয়ারী থানায় যোগদান করার পর থেকেই পেশাদারিত্বের সঙ্গে কাজ করে সুনাম অর্জন করেন তিনি। পঞ্চগড় জেলা পুলিশের মাসিক কল্যাণ এবং অপরাধ ও আইন- শৃঙ্খলা পর্যালোচনা সভায় পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদা শ্রেষ্ঠ ওসি মোঃ মুসা মিয়া’র হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পুলিশ সূত্রে জানা গেছে, মামলা তদন্ত, মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল সহ পুলিশের যাবতীয় কাজে চৌকশ দক্ষতার জন্য শ্রেষ্ঠ ওসি হিসেবে মোঃ মুসা মিয়া কে নির্বাচিত করা হয়েছে। অনুভুতি জানিয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া বলেন, পুরস্কার পেয়ে আমি খুবই খুশি এবং অনুপ্রাণিত। এ পুরস্কারটি আমার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং দায়িত্ব পালনে আরও উৎসাহী করবে। ভালো কাজ করার কমিটমেন্ট ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি। ওসি মুসা মিয়া আরো বলেন, থানার অন্যান্য পুলিশ অফিসার, কনস্টেবল, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব হয়েছে। অপরদিকে এ কল্যাণ সভায় শ্রেষ্ঠ এসআই হিসেবে আটোয়ারী থানার এসআই মোঃ সাগর আলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার( দেবীগঞ্জ সার্কেল) মোছাঃ রুনা লায়লা, পুলিশ হাসপাতাল পঞ্চগড়ের মেডিকেল অফিসার মোঃ আসাদুজ্জামান আসাদ, ৫ থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
১২৮