৪০
স্টাফ রিপোর্টার : “মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ, পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালী করণ” এ প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ে ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস- ২০২৪ পালিত হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালে দিবসটি পালন উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে র্যালিটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়, ঠাকুরগাঁও প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মুহম্মদ জালাল উদ-দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড.মুহম্মদ শহীদ উজ জামান,সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাইয়েদা সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক মো: আখতারুজ্জামান। প্রবন্ধ পাঠ করেন নির্বাহী কমিটির সদস্য মাসুদ আহমেদ সুবর্ণ।
এ ছাড়াও বক্তব্য রাখেন,অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা: নুরুল হুদা , বিশিষ্ট ব্যবসায়ী মোদাসসের হোসেন প্রমুখ।এ সময় ইএসডিও’র সহযোগিতায় দুইজনকে মমতাময় ও মমতাময়ী স্মারক প্রদান করা হয়। এরপরে ইএসডিও শিশু ও কমিউনিটি হাসপাতালে প্রবীনদের ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পরে শহরের আমাদের বাজারে প্রবীনদের আড্ডা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, প্রবীণ হিতৈষী সংঘের সদস্যগণ।
বক্তারা বলেন, প্রবীণদেরকে সমাজে যথাযথ মূল্যায়ন করতে হবে। মনে রাখতে হবে, প্রবীণের যুক্তি আর নবীনের শক্তি, দুয়ে মিলে আনবে এই দেশের মুক্তি। প্রবীণ ব্যাক্তিদের গুরুত্বকে বাড়িয়ে দিতেই সারাবছর কাজ করতে হবে। আমাদের একমাত্র ভরসার স্থল এই প্রবীণ মানুষগুলোকে ভালো রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। শেষ বয়সে যেনো প্রবীণদের বৃদ্ধাশ্রমে যেতে না হয় সেদিকে নজর দিতে সকলকে আহবান জানানো হয়।