প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৪, ৩:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৪, ১২:২০ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে দাম বাড়ল কাঁচা মরিচের !
শহর সংবাদদাতা: দেশীয় কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় দুই দিনের ব্যবধানে ঠাকুরগাঁওয়ে কাঁচা মরিচ কেজিতে দাম বাড়ল ৪০ টাকা। পণ্যটির দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতা সাধারণ।
রোববার (১৯ মে) ঠাকুরগাঁও আড়ৎতে ঘুরে দেখা যায়, গেলো শুক্রবার দেশিয় কাঁচা মরিচ ৯০ টাকা কেজি দরে বিক্রি হলেও শনিবারে ১১০ তা কেজিতে ৫০ টাকা বেড়ে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কালিবাড়ি বাজারে কাঁচামরিচ কিনতে আসা মোকছেদ আলী বলেন, গেলো শুক্রবার কাঁচামরিচ ৫০ টাকা কেজি দরে কিনেছি। আজ (রোববার) হাটবার সেই কাঁচা মরিচ ৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম বেশি হওয়ায় আমি ৫০ টাকা দিয়ে হাপ কেজি নিলাম।
কারিবাড়ি বাজারের কাঁচামরিচ বিক্রেতা শেখ বিপ্লব বলেন, টানা কয়েক সপ্তাহ জুড়ে তীব্র তাপদাহ গেলো। আর এখন তো কাঁচা মরিচের উৎপাদন কমে যাবে। কারণ কাঁচা মরিচের সিজেন শেষের দিকে চলে আসছে। তাই কৃষকেরা কাঁচা মরিচগুলো শুকিয়ে শুকনা মরিচ তৈরি করায় বাজারে সরবরাহ কমে গেছে।
একারণে ঠাকুরগাঁও রোড,আড়ৎ,কালিবাড়ি বিভিন্ন স্থানের মোকামগুলোতেই দাম বেশি। আমরা কম দামে কিনতে পারলে কম দামেই বিক্রি করে থাকি। আজ সকালে আমি আড়ৎ বাজার থেকে কাঁচা মরিচ ৯৫ টাকা কেজি দরে কিনে ১০০ টাকা কেজি দরে বিক্রি করছি। ১০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনে মনে প্রায় দুই এক কেজি নষ্ট হয়ে যায়।
স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন