স্টাফ রিপোর্টার ॥ জাকজমকপুর্ণ আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার প্রমুখ। অনুষ্ঠানে ডিএফএ’র সাধারণ সম্পাদক মনিরুল হুদা হেলাল, জেলা কোচ খায়রুল বাশার, ক্রিড়া সংস্থার মো: মনোয়ার হোসেন লেবিন, মো: মাসুদ রানাসহ অংশগ্রহনকারী কলেজের শিক্ষক, খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে ২ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় পরিচালকের দায়িত্ব পালন করেন মো: জুয়েল। সহকারী পরিচালক ছিলেন মো: দারুল ইসলাম, মো: আসাদুজ্জামান শামিম, মো: মনিরুজ্জামান। দ্বিতীয় খেলায় পরিচালক ছিলেন মো: ইউনুস আলী, সহকারী পরিচালক ছিলেন মো: আলতাফুর আলীম, জয়নাল আবেদীন, মো: হাসানুজ্জামান বিপ্লব।
উদ্বোধনী খেলায় “ঠাকুরগাঁও রোড কলেজ” ১ – ০ গোলে “আবুল হোসেন সরকার কলেজ” টিমকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় “রুহিয়া ডিগ্রী কলেজ” টিম ১ – ০ গোলে “হরিপুর মোমলেম উদ্দীন কলেজ” টিমকে পরাজিত করে। ধারা বর্ণনা করেন স্বনামধন্য ধারাভাষ্যকার সুজন খান। টুর্নামেন্টে মোট ১০টি কলেজ অংশগ্রহন করছে।
ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
৮৪