৫৫
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরানি পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ে আবারও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ১১ জুন দুপুরে হরিপুর উপজেলার যাদুরানি পশুর হাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান।
জানা গেছে, পশুর হাটে সরকারি বিধি মোতাবেক গরু প্রতি ২৩০ টাকা এবং ছাগল প্রতি ৯০ টাকা নেওয়ায় নিয়ম থাকলেও তা উপেক্ষা করে হাট ইজারাদার গরু প্রতি ৫০০ টাকা ও ছাগল প্রতি ১৮০ টাকা টোল আদায় করছিলেন।
এ বিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আরিফুজ্জামান বলেন, সরকারি বিধি মোতাবেক নির্ধারিত টোল আদায় না করে, অতিরিক্ত টোল আদায় ও টোল আদায়ের মূল্য তালিকা না টাঙানো কারণে যাদুরানি হাট ইজারাদার আব্দুর রহমানের সহযোগী সুজন আলীকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে
ওই হাটে একই কারণে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।