Home » তেঁতুলিয়ায় ইএসডিও’র ইআরসিও প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় ইএসডিও’র ইআরসিও প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

by নিউজ ডেস্ক

লোকায়োন রিপোর্ট :
তেঁতুলিয়া উপজেলায় ইএসডিও, সেভ দ্য চিলড্রেন-এর সহায়তায় বাস্তবায়িত ইমারজেন্সি কোল্ড ওয়েভ রেসপন্ড প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় তেঁতুলিয়া উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. আলামিন। প্রকল্পের পিএম সুজন খান স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম উপস্থাপন করেন।

সভায় শালবাহান, তেঁতুলিয়া ও ভজনপুর ইউনিয়নের চেয়ারম্যানগণ, তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি, পিআইও, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, সাংবাদিক ও ইএসডিওর সিনিয়র এপিসি শামিম হোসেন বক্তব্য রাখেন।

সভায় জানানো হয়, ইএসডিও আগামী ২৩, ২৪ ও ২৬ জানুয়ারি তেঁতুলিয়া উপজেলার তিনটি ইউনিয়নের ১,০১০টি অতিদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে। প্রতিটি পরিবারকে ২টি কম্বল, ১টি চাদর এবং শিশুদের জন্য ২টি সোয়েটারের প্যাকেজ দেওয়া হবে।

বক্তারা ইএসডিও এবং সেভ দ্য চিলড্রেনের এই উদ্যোগের প্রশংসা করে শীতার্ত মানুষের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।

You may also like