
কুরগাঁও প্রতিনিধি: দীর্ঘদিন পর স্কুলের বন্ধুদের কাছে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠলেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৫ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ এলাকায় হাওলাদার হিমাগার লিমিটেড প্রাঙ্গণে দিনব্যাপী শৈশবের বন্ধুদের আয়োজিত এক মিলন মেলায় তিনি স্মৃতির মধুর ঝর্ণাধারায় ডুবে যান।
বন্ধুদের অনুরোধে মির্জা ফখরুল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ আবৃত্তি করে শোনান। আবৃত্তি শুরুর আগে তিনি হাসতে হাসতে বলেন, “একসময় আবৃত্তি করতাম, এখন বক্তৃতা করি। তারপরও চেষ্টা করব কবিতা আবৃত্তি করার। একসময় নাট্যগোষ্ঠীতে কাজ করতাম, রঙ মেখেছি, নাটক করেছি।”
পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার আনন্দে তিনি তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “সালাম, মোদাসসের, ডাক্তার কবিরসহ অনেকের কাছে আমি কৃতজ্ঞ। এমনকি যারা সাধারণত ঘর থেকে বের হন না, যেমন হুমায়ুন, রবি দা—তাদেরও আজ একত্রিত করার সুযোগ হয়েছে।”
শৈশবের নানা স্মৃতিচারণে আবেগাপ্লুত হয়ে মির্জা ফখরুল পৃথিবী থেকে বিদায় নেয়া বন্ধুদের স্মরণ করেন। তিনি বলেন, “আমার ঘনিষ্ঠ বন্ধু কদ্দুস অনেক আগেই চলে গেছে। মনোয়ারও আমাদের ছেড়ে গেছে, যার সঙ্গে প্রতিদিন দেখা না হলে ভালো লাগতো না। আমরা যারা এখনো বেঁচে আছি, একটু বাঁচার মতো বাঁচতে চাই। এই বাঁচাটা হচ্ছে নিজেকে অনুভব করা—আমি আছি, আমি বেঁচে আছি।”
বন্ধুদের ভালোবাসায় সিক্ত হয়ে দিনটি তার জন্য হয়ে ওঠে এক স্মৃতিময় অধ্যায়।