হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন বলেছেন, আওয়ামীলীগ সরকার নারী উন্নয়নের সরকার। অসহায় দুস্থ ও কর্মহীন নারীদের কর্মসংস্থান সৃষ্ঠিার লক্ষে এ সরকার কাজ করে যাচ্ছে। মঙ্গলবার (৯জুলাই) বিকাল ৪টায় ঠাকুরগাঁওয়ের হরিপপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ (আরএমপি) শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের স য়কৃত অর্থের চেক ও সনদপত্র হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, আরএমপির প্রকল্পে উপজেলার ৬০ জন দুস্থ ও অসহায় নারী শ্রমিক ৪ বছর কাজ করে প্রতি মাসে ৫হাজার ১শত টাকা করে মাসিক বেতন ভোগ করেছেন এবং প্রকল্পের মেয়াদ শেষে আজ তাদের জনপ্রতি স য়কৃত ১লক্ষ ১৯ হাজার ৪৮০ টাকার চেক ও সনদ তাদের হাতে তুলে দেওয়া হলো। হরিপুর এলজিইডি‘র আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ঠাকুরগাঁও নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজূল ইসলাম সরকার ও আসিয়া বেগম, আওয়ামীলীগ সম্পাদক এসএম আলমগীর, সভা স লনা ও স্বাগত বক্তব্য রাখেন হরিপুর উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম।
৮৩