পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ে জনশুমারি ও গৃহগণনা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এতে বলা হয় নতুন জনশুমারি রিপোর্ট অনুযায়ী পঞ্চগড়ে জনসংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৮৪৩ জন। প্রতি বর্গকিলোমিটারে বসবাস করেন ৭৮৯ জন।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিপোর্টটি প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদ।
জনশুমারি রিপোর্ট অনুযায়ী জেলায় ৪৯ দশমিক ৯২ শতাংশ পুরুষ এবং ৫০ দশমিক ৮ শতাংশ নারী বসবাস করছেন।
জেলায় মোট খানার সংখ্যা ২ লাখ ৮১ হাজার ৬২৭।
খানার আকার এখন ৪ দশমিক ১৪ শতাংশ। আগে যা ছিল ৪ দশমিক ৩১ শতাংশ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক আবু সালেহ মো. রব্বানী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ প্রধান শুভ, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে জনশুমারি রিপোর্ট বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
পঞ্চগড়ে জনসংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৮৪৩ জন
৬৭