৬৫
লোকায়ন রিপোর্ট : কুড়িগ্রামে “পারিবারিক বর্জ্য ব্যবহারে জৈব সার তৈরি ও প্রয়োগ পদ্ধতি” বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
গতকাল ( ০১ অক্টোবর) ইএসডিও সীড্স প্রকল্পের আয়োজনে কুড়িগ্রামের উলিপুর প্রোগ্রাম অফিসে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার মোঃ মোশারফ হোসেন। আরো উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক মুহাম্মদ আনোয়ার হোসেন। প্রশিক্ষনার্থী হিসাবে ছিলেন উক্ত প্রকল্পের কমিউনিটি সার্ভিস প্রোভাইডার (সিএসপি) গণ।
প্রশিক্ষণে পারিবারিক বর্জ্য ব্যবস্থাপনা এবং তা দিয়ে জৈব সার তৈরির বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।