২০৭
স্টাফ রিপোর্টার, পীরগঞ্জ ঃ উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করনীয় শীর্ষক দ্বি-মাসিক সমন্বয় সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় এ সভা হয়। এতে উপজেলা নির্বাহী আফিসার রমিজ আলম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সচিবরা অংশ নেয়। সভা সঞ্চালনা করেন প্রকল্পের জেলা ম্যানেজার রুবি আকতার ও উপজেলা সমন্বয়কারী আগ্নি শিখা।