১৩৮
স্টাফ রিপোর্টার, পীরগঞ্জ ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিন দিন ব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম। কান্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মেলার উদ্বোধনী সভায় অন্যান্যের বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা কৃষি অফিসার লায়লা আরজুমান বেগম, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রপ্ত সভাপতি দবিরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল জলিল, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি তারভির রহমান মিঠু। মেলায় ২০ স্টল স্থান পেয়েছে।