স্টাফ রিপোর্টার, পীরগঞ্জ ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারো ৩শ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ ডালিম রায় ও স্বপন চন্দ্র রায় নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার সন্ধায় জাবরহাট গ্রামীন ব্যাংক অফিসের সামনে পাকা রাস্তা থেকে মাদক সহ তাদের গ্রেপ্তার করা হয়। ডালিম রায় উপজেলা কলিযুগ গ্রামের মাজেন্দ্র নাথ রায়ে ছেলে এবং স্বপন দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার হীরা চন্দ্র রায়ের পুত্র বলে জানায় পুলিশ।
পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক রতন চন্দ্র রায় জানান, ঐ দুই মাদক ব্যবসায়ী মাদক নিয়ে পীরগঞ্জে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ ভারতীয় ৩শ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ ডালিম রায় ও স্বপন চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তারা মাদক ব্যাবসায়ী বলেও জানায় পুলিশ।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খাইরুল আনাম জানান, ৩শ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেপ্তার হওয়া দুই মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পীরগঞ্জে ৩শ পিস টাপেন্টাডল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
৬৫