২৩
লোকায়ন রিপোর্ট : ইএসডিও-গোফর ইমপ্যাক্ট প্রোগ্রামের চলমান কার্যক্রম পরিদর্শন করেছে ওয়াটার এইড বাংলাদেশ কান্ট্রি অফিসের প্রতিনিধি দল। গত সোমবার ও মঙ্গলবার প্রতিনিধি দল পরিদর্শনকালে প্রকল্পের চলমান বিভিন্ন কার্যক্রম, স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়, কমিউনিটি কনসালটেশন ও প্রকল্পের কর্মীদের দক্ষতা উন্নয়ন বিষযক কর্মকান্ড প্রত্যক্ষ করেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন গোফর ইমপ্যাক্ট প্রোগ্রাম ওয়াটার এইড বাংলাদেশ এর পক্ষ থেকে
ডেপুটি টিম লিডার সাইফ মঞ্জুর, অপারেশন ম্যানেজার মোঃ ইরফান আহমেদ খান,পলিসি এন্ড গর্ভন্যান্স স্পেশালিষ্ট রঞ্জন কুমার ঘোষ,স্টেকহোল্ডার এনগেজম্যান্ট এক্সপাট সায়েদ মাহাদি এবং প্রকল্প ব্যবস্থাপক ইএসডিও মোঃ পজিদুর রহমান।
এ সময় উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করা হয়।