৯৭
স্টাফ রিপোর্টার: রংপুরে শপথগ্রহণ শেষে ঠাকুরগাঁওয়ে এসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঠাকুরগাঁও শহরের ডাকবাংলো চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এসময় নব নির্বাচিত চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার ছাড়াও ঐ পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম হুরা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক একরাম, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে শহরের চৌরাস্তায় অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও পুষ্পার্ঘ্য অর্পণ করেন সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার।
নব নির্বাচিত চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার বলেন, জনগণের মূল্যবান ভোটের মাধ্যমে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি সবসময় জনগণের সেবা করে যেতে চাই। সেই সাথে সদর উপজেলা পরিষদকে জনতার পরিষদ হিসেবে গড়ে তুলব। যাতে মানুষজন এখানে এসে তাদের সকল ধরনের সুবিধা নিতে পারে।