বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় বোরো ধানের দাম কম থাকায় কৃষকরা পড়েছে চরম বিপাকে। চলতি মৌসুমে হাট বাজার গুলোতে বর্তমান বোরো ধান বিক্রি হচ্ছে আটশত টাকা দরে। আটশত টাকা দরে বোরো ধান বিক্রি হওয়ায় হওয়ায় বোরো চাষীরা পড়েছে লোকসানে। গতকাল শনিবার বোদা নগরকুমারী হাটে ধান বিক্রি করতে আসে নয়াদিঘী গ্রামের বোরো চাষী নুর নবী, এসময় তার সাথে কথা হলে তিনি জানান, বাজারে ধানের আমদানী প্রচুর কিন্তিু ধানের দাম নেই। তিনি আটশত টাকা দরে ধান বিক্রি করেছেন বলে জানান। তিনি আরো বলে যে হারে বোরো ধান উৎপাদন করতে খরচ হয়েছে, আটশত টাকা দরে ধান বিক্রি করলে তিনি লোকসাসে পড়বেন। অনুরুপ কথা বলে মাঝগ্রারে বোরো চাষী মহব্বত। উপজেলা ঘুরে দেখা যায়, উপজেলার প্রত্যেক ইউনিয়নে কম বেশি বোরো ধানের চাষ হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্প্রা ফলন হযেছে। বাজারে যদি ধানের বাজার মুল্য ভাল হত তাহলে কৃষকরা লাভবান হত। এব্যাপারে ব্যবসায়ীরা বলছেন বাজারে ধানের প্রচুর আমদানী হওয়ায় বাজার মুল্য কমে গেছে। এ বিষয়ে স্থানীয় সচেতন কৃষকরা বলছে সরকার নির্ধারিত মুল্যে ধান ও চাল ক্রয় করে থাকে। কিন্তু কৃষকদের যখন ধান উত্তোলন শুরু হয় তখন এলএসডি গুদামে ধান চাল ক্রয় করে না। যখন কৃষকদের ধান কাটা শেষ হয় তখন বাজারে ধানের দাম বেড়ে যায়। এব্যাপারে উপজেলা কৃষি অফিসার আহম্মেদ রাশেদ উদ নবী জানান, চলতি মৌসুমে এ উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বাজারে ধানের দাম একটু কম হওয়ায় কৃষকরা কম লাভবান হচ্ছে বলে তিনি জানান।
৬৩