লোকায়ন রিপোর্ট : রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি)-এ শনিবার অনুষ্ঠিত হলো “যুব কর্মসংস্থান সৃষ্টিতে স্থানীয় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা” শীর্ষক জাতীয় সম্মেলন। এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, যিনি ক্যাপিস্টোন ফেলো এনডিসি।গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন, এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম এবং ইএসডিও সহযোগিতা প্রদান করে। ড. মুহম্মদ শহীদ উজ জামান তার বক্তব্যে স্থানীয় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের মাধ্যমে যুব কর্মসংস্থান তৈরির প্রয়োজনীয়তা এবং গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “স্থানীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে সহায়ক হবে।”অনুষ্ঠানে ইএসডিও এবং অন্যান্য সহযোগী সংস্থার প্রতিনিধিরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রশিক্ষণের মান উন্নয়ন, ল্যাব ও যন্ত্রপাতির প্রাপ্যতা নিশ্চিতকরণ, এবং প্রশিক্ষণ গ্রহণকারীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন। ড. জামান আরও জানান যে, ইএসডিও সবসময়ই যুবদের সঠিকভাবে দক্ষতা উন্নয়নে এবং তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের সাবেক সভাপতি এ মতিন চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. রুহুল আমিন প্রমুখ।ইএসডিও’র এ ধরনের কার্যক্রম তরুণদের সঠিক দক্ষতা ও কর্মসংস্থানে বিশেষ ভূমিকা পালন করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
যুব কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষার ভূমিকা নিয়ে জাতীয় সম্মেলনে ইএসডিও’র ড. মুহম্মদ শহীদ উজ জামানের দিকনির্দেশনামূলক বক্তব্য
৫২