৬০
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইট ভর্তি
ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের ইঞ্জিনের নিচে চাপা পড়ে গাড়ি চালক ফারুক হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (০৮ জুন) দুপুরে রানীশংকৈল উপজেলার কাশিপুর লাকসাম পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত ওই ট্রাক্টর চালক উপজেলার কাদিহাট এলাকার আবুল হোসেনের ছেলে।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে আবেদুর রহমানের একতা ইট ভাটা থেকে মাহিন্দ্র গাড়িতে করে ইট নিয়ে যাওয়ার সময় কাশিপুর ইউনিয়নের চিকনমাটি লাকসাম পাড়া এলাকার রাস্তায় গাড়িটির একটি চাকা দেবে যায়। এ অবস্থায় গাড়ি চালক ফারুক হোসেন দেবে যায় চাকা উঠানোর চেষ্টা করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে তার ট্রাক্টরটি উল্টে যায়। এতে ইঞ্জিনের নিচে চাপা পড়ে মারা যান তিনি। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে ।এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।