৫৭
রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল-পীরগঞ্জ পাকা সড়কে বৃহস্পতিবার ৬ জুন বিকেল ২টার দিকে একটি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক পথচারি মহিলা। নিহত মহিলা হলেন গোগর মাঝাপাড়া গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম(৫০)। আটককৃত ড্রাইভার হলেন,পাবনা জেলার আমিনপুর থানার রঘুনাথপুর গ্রামের ওসমান গনি(৪২)। রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল ২টার দিকে ওই মহিলা পুরনো সেন্টারের কাছে পায়ে হেঁটে রাণীশংকৈল অভিমুখে যাচ্ছিলেন। পিছন থেকে একটি ট্রাক দ্রুতবেগে যাবার সময় মহিলাটি একটি চাকায় পিষ্ট হয়ে ঘটস্থলেই প্রাণ
হারান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ড্রাইভারসহ
ট্রাকটিকে আটক করে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা আরো বলেন, ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার এবং ট্রাকসহ ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত মহিলার পরিবারের লোকজন অভিযোগ নিয়ে থানায় যোগাযোগ করছেন। এ নিয়ে সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।