১০৬
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের বিদায় ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়ের বরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার ৯ জুন বিকেলে উপজেলা হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সভাপতি ছাড়াও বক্তব্য দেন- নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব,ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার,সাবেক ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, জেলা পরিষদের সদস্য আব্দুল বাতেন স্বপন, উপজেলা আ’লীগের যুগ্ন-সম্পাদক মামুনুর রশীদ এলবার্ট, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,অধ্যক্ষ নবাব আলী, অধ্যক্ষ মহাদেব বসাক,সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহিম,কৃষি অফিসার শইীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন,মতিউর রহমান,আবুল কাসেম,আব্দুল বারী, জীতেন্দ্র নাথ বর্মণ, ,মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক আলী,উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম,প্রেসক্লাব সভাপতি মোবারক আলী ও সহ-সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, সামাজিক নেতাকর্মি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পল্লী বিদ্যুতের ডিজিএম নেজামুল ইসলাম।