লোকায়ন রিপোর্ট: আজ ইএসডিও-এডুকো সুরক্ষা প্রকল্পের মাধ্যমে অনলাইন যৌন হয়রানী বন্ধে কমিউনিটি পযায়ে সচেতনতা বৃদ্ধি বিষয়ক টিওটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক প্রশিক্ষণে প্রকল্পাধীন ৪০টি ক্লাব থেকে ৪০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সেশনের শুরুতে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে নাটিকা উপস্থাপনের মাধ্যমে মানুষকে সংশ্লিষ্ট বিষয়ে সচেতন করার সিদ্ধান্ত নেয়া হয়। সেই লক্ষ্যে উপস্থিত অংশগ্রহণকারীদের বিভিন্ন দলে বিভক্ত করে স্ক্রিপ্ট তৈরি এবং অভিনয় কৌশল নিয়ে প্রাথমিক আলোচনা করা হয়। পরবর্তীতে সকল দলের দলীয় উপস্থাপনা দেখা হয় এবং সাধারণ ভুল নিয়ে বড়দলে আলোচনা করা হয়। উপস্থিত অংশগ্রহণকারীগণ টিওটি সেশনে আনন্দ উপভোগ করেন এবং নিজ এলাকার শিশু এবং অভিভাবকদের অনলাইন যৌন হয়রানী বিষয়ে সচেতন করতে পারবেন বলে অভিমত ব্যক্ত করেন।
৫১