মোঃ জাহাঙ্গীর আলম: রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ১নং রুহিয়া ইউনিয়নের উত্তরা বাজার এলাকাটি একটি প্রশিদ্ধ এলাকা হিসেবে পরিচিত। এখানে পয়ঃনিষ্কাশনের জন্য একটি ড্রেনেজ ব্যবস্থার প্রয়োজন মর্মে এলাকাবাসীর দাবী দীর্ঘ দিনের । তাদের দাবীর পরিপ্রেক্ষিতে পঞ্চগড় জেলা সড়ক ও জনপদের পক্ষ থেকে একটি বাজেট বরাদ্দ আসলে কর্তৃপক্ষ ঠিকাদার নিয়োগ দেন। ঠিকাদার প্রায় ৩ মাস পূর্বে যথারীতি কাজটি শুরু করেন। কিন্তু কাজ শুরুর পরপরই কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করেই ঠিকাদার কামাল হোসেন লাপাত্তা হয়ে যান। কাজ শুরুর সময়ে বাজারের ড্রেনের জন্য যে গর্ত খনন করা হয়েছিল সে গর্তটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। উত্তরা বাজারের ভুক্তভোগী বীরমুক্তিযোদ্ধা আবু তাহের, বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুল আজিজ মিলার বলেন, যখন ড্রেনের কাজটি আমাদের কাছে অনিয়ম মনে হয়েছিল তখন আমরা ঠিকাদারকে কাজটি সিডিউল মোতাবেক বাস্তবায়ন করার জন্য অনুরোধ করেছিলাম কিন্তু আমাদের কে না জানিয়ে হঠাৎ করেই তিনি কাজ বন্ধ করে চলে যান। এ বিষয়ে ঠিকাদার কামাল হোসেন কে মুঠো ফোনে পাওয়া যায়নি। পঞ্চগড় সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহামুদ মুঠোফোনে এই প্রতিবেদক কে বলেন, উত্তরা বাজারে ড্রেনের কাজটি আমরা ঠিকাদারকে দিয়ে শুরু করেছিলাম সেখানে জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে বরাদ্দকৃত বাজেট দিয়ে কাজটি সম্পন্ন করা সম্ভব নয় বিধায় তা ফেরত দেওয়া হয়েছে। আগামীতে বরাদ্দ পেলে কাজটি সম্পন্ন করা হবে।
১০১