১২২
পঞ্চগড় সংবাদদাতা: সংবাদ প্রকাশের জেরে পঞ্চগড়ের এক সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
গত ২৪ জুন রংপুর সাইবার টাইবুন্যালে মামলা দায়ের করেন দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনি ভূষণ রায়।
বিচারক মামলাটি আমলে নিয়ে দেবীগঞ্জ থানার ওসিকে আগামী ধার্য তারিখ ৬ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বিবাদী সাংবাদিক হলেন সাইদুজ্জামান রেজা। তিনি দৈনিক সকালের সময় ও নাগরিক টেলিভিশনের পঞ্চগড় জেলা প্রতিনিধি এবং জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক।
মামলায় সাংবাদিক সাইদুজ্জামান রেজাসহ ৮ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন ওই চেয়ারম্যান।
প্রসঙ্গত, গত ৩১ মে ‘দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যান-সাবেক ইউপি সদস্যের পরকীয়া, থানায় অভিযোগ’ শিরোনামে দৈনিক সকালের সময় পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত করে, সেই সংবাদটি ফেসবুকে শেয়ার করে। মূলত ওই প্রতিবেদন প্রকাশের জেরে এই মামলাটি দায়ের করা হয়।
এদিকে সাংবাদিকের নামে মিথ্যা ও হয়রানি মূলক মামলার দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পঞ্চগড় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা।