৪২
লোকায়ন রিপোর্ট : রাণীশংকৈলে কমিউনিটি রিসোর্স টিচার (সিআরটি) এর দিনব্যাপি রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার
(২৩ সেপ্টেম্বর ২০২৪) ইএসডিও-এডুকো ফান্ডেড প্রকল্পের সহায়তায়
সুবিধাবঞ্চিত এবং আদিবাসী শিশুদের জন্য সমতাভিত্তিক মানসম্মত শিক্ষা” প্রকল্পের আওতায় ইএসডিও প্রকল্প অফিস রাণীশংকৈলে এই রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠানে ৩৯ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
ইএসডিও সংস্থা পরিচালিত গুণগত প্রাথমিক শিক্ষা সহায়ক প্রকল্পের মাধ্যমে রাণীশংকৈল উপজেলাধীন সকল ইউনিয়ন ও পৌরসভায় মোট ৪০টি কমিউনিটি ভিত্তিক শিখন কেন্দ্র পরিচালিত হচ্ছে। উক্ত কেন্দ্র সমূহের মাধ্যমে ১ম-২য় শ্রেণির অপেক্ষাকৃত ক্লাসে পিছিয়েপড়া শিক্ষার্থীদের বাংলা ও গণিত বিষয়ে দক্ষতা উন্নয়নে সহায়তা প্রদান করা হচ্ছে। নির্বাচিত শিক্ষার্থীদের বাংলা ও গণিত বিষয়ের দূর্বলতা কাটিয়ে তোলার কৌশল হিসেবে রিসোর্স শিক্ষকদের মাইক্রো টিচিং করানো হয়।