
স্টাফ রিপোর্টার : সংবাদ প্রকাশের পরে অবশেষে তালগাছপ্রেমী খোরশেদ আলীকে সম্মাননা স্মারক দিয়েছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসন।
রোববার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে খোরশেদ আলীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হক সুমন সহ প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তারা।
এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে খোরশেদ আলীকে নিয়ে সংবাদ প্রকাশ হয়। যা নজরে পড়েন জেলা প্রশাসকের।
সম্মাননা স্মারক প্রদান শেষে জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, খোরশেদ আলী নিজ উদ্যোগে তালগাছের বীজ রোপণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছের ভূমিকা অনেক। আমি মনে করি তালগাছগুলো একসময় খোরশেদ আলীর স্মৃতি হয়ে সবার মধ্যে বেঁচে থাকবে, এলাকার সম্পদ হয়ে উঠবে। সেই সাথে তালের চারাগুলোর দেখাশোনা করতে সংশ্লিষ্ট ইউএনওদের বলা হয়েছে।
উল্লেখ্য : খারশেদ আলী। পেশায় একজন পল্লী চিকিৎসক। বয়স প্রায় ৮০ বছর। ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা গ্রামের এই মানুষটি মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে আর এলাকাবাসীকে বজ্রপাত থেকে বিপদমুক্ত রাখতে ১২ বছর ধরে লাগিয়ে যাচ্ছেন তালগাছ। এরই মধ্যে লাগিয়েছেন এক লাখেরও বেশি গাছ।