স্টাফ রিপোর্টার : সমন্বিত কৃষি ইউনিটভুক্ত মৎস্য খাতের আওতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য সেক্টরের ভূমিকা শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে পিকেএসএফ এর অর্থায়নে এবং ইএসডিওর বাস্তবায়নে ইএসডিও চেতনা বিকাশ কেন্দ্রে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মনসুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছা: আয়েশা আক্তার, সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পারসন বাবুল বনিক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, সমন্বিত কৃষি ইউনিটের মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ইএসডিও’র ডিপিসি স্বপন কুমার সাহা।
এই কর্মশালায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, মৎস্য চাষী, এনজিও কর্মী ও মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য সেক্টরের ভূমিকা শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
৭৬