১৫৫
হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাড়ির উঠানের খড়ের পালার পাশে প্রশ্রাব করতে বসে সাপের কামড়ে ফজলু(২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার রণহট্রা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে ৫জুন বুধবার দিবাগত রাত সাড়ে ৯ টায় রণহট্র গ্রামে। মৃতের পিতা মোহাম্মদ আলী বলেন, তার ছেলে ফজলু রাত অনুমান সাড়ে ৯ টার সময় বাড়ির উঠানের খড়ের পালার পাশে প্রশ্রাব করতে গেলে অন্ধকারের মধ্যে তারপায়ে সাপে কামড় দেয়। এতে সে অসুস্থ হয়ে বাড়িতেই রাতেই মারা যায়।