প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ১১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৪:০৮ অপরাহ্ণ
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঠাকুরগাঁওয়ে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁও মহিলা সমিতি এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁও মহিলা সমিতির আয়োজনে পৌর শহরের আশ্রমপাড়া এলাকায় নিজস্ব কার্যালয় এই দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও মহিলা সমিতির সভানেত্রী মনোয়ারা বেগম লিলি, সহ সভানেত্রী নাজমা পারভীন, সহ সভানেত্রী আয়শা বানু, পারুল, সেক্রেটারি শিরীন বেগম, কোষাধ্যক্ষ আজিজা আখতার জাহানসহ অন্যান্যরা।
এ সময়ে ঠাকুরগাঁও মহিলা সমিতির সভানেত্রী লিলি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু তিনবারের সফল প্রধানমন্ত্রীই নন, তিনি দেশের গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলনে আপোষহীন সাহসী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত।
দেশের মানুষের অধিকার,স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতির ইতিহাসে অম্লান থাকবে। বর্তমান তিনি অসুস্থ, আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। আল্লাহর দরবারে প্রার্থনা তিনি যেন সুস্থ হয়ে আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিতে পারেন।
পরিশেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়া বর্তমান রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন