Home » ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, গৃহবধুকে বেধরক মারপিট

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, গৃহবধুকে বেধরক মারপিট

by নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁও সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে এক গৃহবধুকে বেধরক মারপিট করার ঘটনা ঘটেছে।

রবিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার দেবীপুর ইউনিয়নের টেপাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

আহত গৃহবধু শাম্মী আক্তার লিপি (২৭) দেবীপুর ইউনিয়নের টেপাগাঁও গ্রামের হাসিবুল ইসলামের স্ত্রী । বর্তমান তিনি ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত গৃহবধূরে স্বামীর হাসিবুল ইসলাম বলেন, দীর্ঘ ৪ বছর আগে বসতভিটা করার জন্য প্রতিবেশি জামিরুল ইসলামের কাছ থেকে আমি ও আমার চাচা সিদ্দিক মিলে ১৫ শতক জমি ক্রয় করি। জমিটা ক্রয়ের পর থেকেই ওই জমিতে চাষাবাদ করার পাশাপাশি জমির চারপাশে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছ রোপন করা হয়েছে। এদিকে কিছুদিন যাবৎ প্রতিবেশি জামিরুল ইসলামের চাচাতো ভাই প্রতিবেশি বাবুল ইসলাম জোরপূর্বক আমাদের ক্রয়কৃত ১৫ শতক জমি তার দাবি করে দখল করার চেষ্টা করে আসছে। এ নিয়ে প্রায় সময় বাবুলের সঙ্গে আমাদের বাকবিতণ্ডা হয়।

চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ শাম্মী আক্তার লিপি বলেন, ওই জমিকে কেন্দ্র করে বিকেলের দিকে বাবুল ইসলামসহ তার ছেলে আলিফ, শ্যালক মোমিন ও ছেলের বন্ধু মনির আমাদের বাড়িতে প্রবেশ করে। একা পেয়ে আমাকে বাবুল ও তার লোকজন লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে বেধরক পেটাতে থাকে। এক পর্যায়ে লোহার রডের আঘাতে আমার মাথার পেছনে ক্ষত হয় এবং অন্যজনরা আমার শ্লীলতাহানীর চেষ্টা করে। এছাড়াও গলা চেপ হত্যারচেষ্টা করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বাবুলসহ তার লোকজন পালিয়ে যায়।

পরে স্থানীয় ও পরিবারের লোকজন আহত অবস্থায় গৃহবদু শাম্মী আক্তার লিপিকে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা: শাহীন আলম বলেন, গৃহবধু শাম্মী আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় আঘাতের দাগ রয়েছে, সেখানে ৪-৫টি শেলাই করা হয়েছে। এছাড়ও গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ রয়েছে। হাসপাতালে ভর্তি রেখে তাকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
অভিযুক্ত বাবুল ইসলামের মুঠোফোনে একাধিকরা যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এজন্য তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিসয়ে ঠাকুরগাঁওয়ে ভূল্লী থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, গৃহবধুকে মারপিটের ঘটনা শুনেছি। তবে এখন অবধি কেউ লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

You may also like