
স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের চাষকৃত ফসলের রোগ ও এর প্রতিকার, পরিবেশবান্ধব কৃষি, কৃষির রূপান্তর, আধুনিক কৃষিপ্রযুক্তি, নিরাপদ সবজি বিষয়ে অবহিত ও সচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে দুই দিনব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সারোয়ার মোর্শেদ শুখানপুকুর ইউনিয়নের কার্তিকতলা হাইস্কুল মাঠে এ মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা ও মেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে মঙ্গলবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম সেখানে এ মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন ঘোষণা ও সঙ্গীত পরিবেশন করেন।
এসময় শুখানপুকুর সামাজ উন্নয়ন সংস্থার সভাপতি নিতাই চন্দ্র মুখার্জীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম, শুখানপুকুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান সুমন রানা, আরডিআরএস’র কৃষি টেকনিক্যাল কর্মকর্তা রবিউল আলম, কমিউনিটি ডেভলপমেন্ট সুপারভাইজার শশিউল ইসলাম ও কার্লচারাল উর্ধ্বতন প্রশিক্ষক অমল টিক্কুসহ আরও অনেকে।
মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ২০টি স্টলের মাধ্যমে উন্নত জাতের বীজ, আধুনিক কৃষিযন্ত্র, সুষম সার ব্যবস্থাপনা এবং তথ্যপ্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার মাধ্যমে মাঠ পর্যায়ে কম খরচে অধিক ফলন বিষয়ে বাস্তব ধারণা প্রদান এবং মেলার মঞ্চে পটগান, পালাগান ও নাট্যানুষ্ঠানের মাধ্যমে কৃষিতে আদুনিক প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কে সচেতন ও অবহিত করা হয়।
মেলায় আগত অতিথি ও অসংখ্য কৃষক-কৃষাণীসহ নানান বয়সের নারী-পুরুষ স্টল পরিদর্শন করেন এবং এমন মেলা আয়োজনে তাঁরা উপকৃত হয়েছেন বলে আয়োজন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। আরডিআরএস বাংলাদেশের সহযোগিতায় শুখানপুকুর সামাজ উন্নয়ন সংস্থা এই মেলার আয়োজন করে।