Home » ঠাকুরগাঁওয়ে পরিবার-পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি

ঠাকুরগাঁওয়ে পরিবার-পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি

by নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার : পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঠাকুরগাঁও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মীরা।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক(ঋচও),পরিবার কল্যাণ সহকারী (ঋডঅ) এর ব্যানারে সদর উপজেলা পরিবার পরিকল্পনার কার্যালয়ের সামনে অবস্থান নেয় পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা।

এসময় বক্তব্য দেন, পরিবার কল্যাণ পরিদর্শিকা মেহেবুবা শিরীন শুভ, ফরিদা বেগম, পরিবার পরিকল্পনা পরিদর্শক হাফিজুর রহমান, আব্দুল সাত্তার সহ অন্যান্যরা।

এসময় বক্তরা বলেন, সারাদেশে আমাদের ৩৩ হাজার ৭১০ জন কর্মরত রয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা,শতভাগ দম্পতি নিবন্ধন,বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা প্রদানসহ প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য,পুষ্টিসেবা ও টিকাদান কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। অথচ রাজস্ব খাতে চাকরি থাকা সত্ত্বেও আমাদের কোনো পদোন্নতি নেই। আমাদের একটাই দাবি নিয়োগবিধি-২০২৪ দ্রুত বাস্তবায়ন। দাবি আদায় না হলে ধারাবাহিকভাবে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

 

You may also like