প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ৯:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ৪:৩২ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে পাকিস্তান হানাদার মুক্ত দিবস পালিত

শহর সংবাদদাতা : আজ ৩ ডিসেম্বর—ঠাকুরগাঁওয়ের মানুষের গৌরবের দিন, বেদনার দিন, মুক্তির দিন। ১৯৭১ সালের এই দিনে বীর বাঙালির অদম্য সাহস ও প্রতিরোধের মুখে পরাজিত হয়ে পালিয়ে যায় পাক হানাদার বাহিনী। মুক্ত হয় ঠাকুরগাঁও। সেই বীর শহীদদের স্মরণে প্রতি বছরের মতো এবারও পালন করা হলো পাক হানাদার মুক্ত দিবস।
বুধবার সকাল ১০টায় ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে অবস্থিত শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একে একে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট, সিভিল সার্জন, উপজেলা প্রশাসন, জেলা বিএনপি, ঠাকুরগাঁও প্রেসক্লাবসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এছাড়া দিবসটি ঘিরে আয়োজন করা হয়েছে বিভিন্ন আলোচনা সভা, স্মৃতিচারণ এবং ১৯৭১ সালের মুক্তির ইতিহাস তুলে ধরার বিশেষ অনুষ্ঠান।
স্বাধীনতার সুবর্ণ ইতিহাস ধারণ করে প্রতি বছরই গর্বের সঙ্গে পালিত হয় ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস।
স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন