Home » ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ ৩ পরীক্ষার্থী আটক

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ ৩ পরীক্ষার্থী আটক

by নিউজ ডেস্ক
স্টাফ রিপোর্টার :  ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োাগ পরীক্ষায় ডিজিটাল ইলেকট্রনিকস ডিভাইসসহ তিনজন পরীক্ষার্থীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ -ডিবি।
ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি এটিএম গোলাম রসুল বলেন, শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও শহরের তিনটি পরীক্ষা কেন্দ্রে থেকে ওই তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও পৌরশহরের মিলননগর এলাকার লিটন দাসের স্ত্রী জ্যোতি রাণী দাস, জেলার পীরগঞ্জ উপজেলার খটশিংগা গ্রামের আইনুল হকের মেয়ে রিপা আক্তার এবং বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ভোটপাড়া গ্রামের শনিচরণ চন্দ্র রায়ের ছেলে নরদেব চন্দ্র।
ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি এটিএম গোলাম রসুল বলেন, শুক্রবার সারাদেশে একযোগে বিকাল ৩টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী ঠাকুরগাঁওয়েও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, ঠাকুরগাঁও শহরের কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও ঠাকুরগাঁও রোড ডিগ্রি কলেজ কেন্দ্রে তিনজন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এ খবর পাওয়ার সাথে সাথে ওই তিন কেন্দ্র অভিযান পরিচালনা করা হয়।
এসময় ডিজিটাল ইলেকট্রনিকস ডিভাইসসহ পরীক্ষার্থী জ্যোতি রাণী দাস, রিপা আক্তার ও নরদেব চন্দ্রকে আটক করা হয়। এসময় তাদের শরীরে তল্লাশি চালিয়ে ডিজিটাল ইলেকট্রনিকস ডিভাইস উদ্ধার করা হয়।
ওসি এটিএম গোলাম রসুল বলেন, এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা এসব নিয়ে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

You may also like