Home » ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলা-মারপিট

ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলা-মারপিট

by নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার : বাউল শিল্পীদের ওপর হামলার বিচার ও বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশের আগেই বাউল শিল্পীদের ওপর হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনা বাউল শিল্পীদের প্রতিবাদ সমাবেশ পন্ড হয়ে যায়। 

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বরে এ ঘটনা ঘটে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ার আলম খান।

এ ঘটনায় দুইজন বাউল শিল্পী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি সারোয়ার আলম খান বলেন, দুপুরে ‘সম্প্রীতির ঐক্য, ঠাকুরগাঁও’ ব্যানারে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা মোড়ে বাউল শিল্পীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঘটনাস্থলে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। কিন্তু সমাবেশ অনুষ্ঠিত হওয়ার আগে কোর্ট চত্বর এলাকায় দুইজন বাউল শিল্পীকে একা পেয়ে উৎসুক জনতা তাদের ওপর হামলা করে এবং মারপিট করে।

এ বিষয়ে ঠাকুরগাঁও উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু বলেন, ঠাকুরগাঁওয়ের বাউল শিল্পীরা কোর্ট চত্বরে একত্রিত হচ্ছিল তাদের কর্মসূচি পালন করার জন্য। সেসময় একদল উশৃংখল মানুষ কোর্ট চত্বরে মিছিল নিয়ে এসে বাউল শিল্পীদের ওপর হামলা চালায় ও মারপিট করে।

তিনি বলেন, প্রত্যেকটি মানুষের অধিকার রয়েছে তাদের মতামত প্রকাশ করার৷ কিন্তু আজ ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর যে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে এটি দুঃখজনক। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

ওসি সারোয়ার আলম খান বলেন, বাউল শিল্পীদের আমরা বলেছি আপনাদের অভিযোগ থাকলে সেটি লিখিত ভাবে থানায় দেন। আমাদের কাছে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

You may also like