ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (তোজা) নব-নির্বাচিত নেতৃবৃন্দ।
সোমবার সন্ধ্যায় শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে তোজা-র নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফয়সল আমীন।
এসময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম শান্ত, সহ-সাধারণ সম্পাদক ওয়াদুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাজেদুর রহমান মাজেদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল সুমন, অর্থ সম্পাদক আব্দুল আজিজ আরিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ জামান, ক্রীড়া সম্পাদক শামসুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবু সাঈদ, নির্বাহী সদস্য- শফিকুল ইসলাম দুলাল, মোক্তাদেরুজ্জামান রাসেল।
ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সহ-সাধারণ সম্পাদক নাহিদ রেজা, সাবেক সাংগঠনিক সম্পাদক জুনাইদ কবির, সদস্য আরমান হোসেন উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (তোজা) নব-নির্বাচিত কমিটিকে জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন বলেন, আমি চাই আপনারা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করবেন। সাদাকে সাদা ও কালোকে কালো বলবেন। আমি সত্যের পক্ষে সবসময় আপনাদেরকে সহযোগিতা করে যাবো।