স্টাফ রিপোর্টার : বিজয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে যথাযথ মর্যাদায় মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠ) ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করা হয়।
এরপর শহরের পাবলিক ক্লাব মাঠে অবস্থিত শহীদ বেদিতে রাষ্ট্রের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
এ সময় আরও শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা বিএনপি, ঠাকুরগাঁও প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করা হয় এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এরপরে বড় মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, রক্তদান কর্মসূচি সহ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়৷