
স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ে শহীদ লুৎফুর রহমান বিজিবি হাসপাতালের পক্ষ থেকে ১৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ জানুযারী) দুপুরে ঠাকুরগাঁও শহরের বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। বিজিবি সদর দপ্তরের নির্দেশনা ও ঠাকুরগাঁও সেক্টরের সার্বিক তত্ত্বাবধানে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে শহীদ লুৎফুর রহমান বিজিবি হাসপাতালের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জামিল আক্তার চৌধুরী, ডিটিসিডি, এএমসি সহ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ, বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা উপস্থিত ছিলেন।
বিজিবি জানান,শীতবস্ত্র বিতরনের মূল উদ্দেশ্য হলো শীতের কষ্ট থেকে শীতার্ত মানুষকে রক্ষা করা এবং তাদের জীবনে একটু উষ্ণতা ছড়িয়ে দেওয়া। ভবিষ্যতেও বিজিবি এ ধরণের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
এদিকে শহীদ লুৎফুর রহমান বিজিবি হাসপাতাল, ঠাকুরগাঁও এর পক্ষ হতে শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের এই উদ্যোগকে সাধুবাদ জানান শীতার্ত মানুষেরা।