Home » ঠাকুরগাঁওয়ে সাংবাদিকতা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকতা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

by নিউজ ডেস্ক
স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন শীর্ষক যুব ফোরামের  সদস্যদের সাংবাদিকতা বিষয়ে বুধবার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান মাজেদা খাতুন তাঁর কার্যালয়ে এ প্রশিক্ষণে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় কর্মশালার উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন, আরডিআরএস বাংলাদেশের কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার শশিউল ইসলাম, আরডিআরএস’র কো-কম্প্রেহেনসিভ প্রোগ্রামের কমিউনিটি মোবিলাইজার তহুরা খাতুন ও প্রশিক্ষক জেলা সাংবাদিক এস,এম জসিম।
কর্মশালায়  সাংবাদিকতার মৌলিক ধারণা, সোর্স, সংবাদ সংগ্রহ ও লেখা, তথ্য যাচাই, নৈতিক সাংবাদিকতা, হলুদ সাংবাদিকা, সামাজিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
এসময় প্রশিক্ষক যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সম্ভব এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে যুবকদের সাংবাদিকতা বিষয়ক দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে যুবকদের নেতৃত্ব ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। আরডিআরএস বাংলাদেশের ক্রো-কম্প্রেহেনসিভ প্রোগ্রামের আওতায় আয়োজিত কর্মশালায় ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গী উপজেলার ইউনিয়ন ফেডারেশন যুব ফোরামের ২৫জন সদস্য অংশগ্রহণ করেন।

You may also like