Home » ঢাকায় যাচ্ছে পঞ্চগড়ের ৫ হাজার বিএনপি নেতাকর্মী

ঢাকায় যাচ্ছে পঞ্চগড়ের ৫ হাজার বিএনপি নেতাকর্মী

তারেক রহমানের প্রত্যাবর্তন

by নিউজ ডেস্ক

পঞ্চগড় প্রতিনিধি (অনলাইন) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উত্তরের জেলা পঞ্চগড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

এ উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে পঞ্চগড় জেলা থেকে কমপক্ষে চার থেকে পাঁচ হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন দলীয় নেতারা।

পঞ্চগড় জেলা সদরসহ তেঁতুলিয়া, আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইতোমধ্যে ঢাকায় যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। অনেক নেতাকর্মী ব্যক্তিগত উদ্যোগে আগেভাগেই ঢাকার পথে রওনা হয়েছেন। কেউ কেউ ইতোমধ্যে ঢাকায় পৌঁছে আত্মীয়স্বজনের বাড়ি কিংবা বিভিন্ন হোটেলে অবস্থান করছেন।

দলীয় সূত্র জানায়, জেলা বিএনপির উদ্যোগে পঞ্চগড় থেকে ঢাকাগামী ট্রেনের চারটি স্পেশাল বগি ভাড়া করা হয়েছে। পাশাপাশি পাঁচটি বড় বাস ও শতাধিক মাইক্রোবাসে করে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। যাতায়াত নির্বিঘ্ন করতে পরিবহন ব্যবস্থাপনায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, পঞ্চগড় জেলা থেকে কমপক্ষে চার থেকে পাঁচ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি। যাওয়া-আসার জন্য পাঁচটি বড় বাস এবং ট্রেনের চারটি স্পেশাল বগি ভাড়া করা হয়েছে। শোভন ট্রেনের চারটি বগি আমরা সাত লাখ ৬০ হাজার টাকায় ভাড়া করেছি।

তিনি আরও বলেন, এর বাইরে শতাধিক মাইক্রোবাস যাবে। অনেক নেতাকর্মী নিজ উদ্যোগে আগেভাগেই ঢাকায় চলে গেছেন। যাদের ঢাকায় আত্মীয়স্বজন আছেন, তারা সেখানে অবস্থান করছেন, আবার কেউ হোটেলে উঠেছেন। মানুষের মধ্যে ঢাকায় যাওয়ার ব্যাপারে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের এই ব্যাপক সাড়া বিএনপির সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন স্থানীয় নেতারা।

You may also like