Home » তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন উপলক্ষে বোচাগঞ্জে আনন্দ মিছিল

তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন উপলক্ষে বোচাগঞ্জে আনন্দ মিছিল

by নিউজ ডেস্ক

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : আগামী ২৫ ডিসেম্বর  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বোচাগঞ্জে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে বোচাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই শুভেচ্ছা মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বোচাগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সেতাবগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক শফিকুল আলমসহ উপজেলা  বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মিছিল চলাকালে নেতাকর্মীরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরা গণতন্ত্রকামী মানুষের আশা-আকাঙ্ক্ষাকে আরও শক্তিশালী করবে।

You may also like